|
---|
আব্দুল হাই, নতুনগতি, বাঁকুড়া: বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের ময়নাপুর বাজারে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এক বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয়। এই মিছিল শুরু হয় ময়নাপুর সমবায় ফুটবল মাঠ থেকে বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল শেষ হয় ময়নাপুর বাজারে। এই বাইক মিছিলকে কেন্দ্র করে এলাকায় মানুষের মধ্যে উদ্দীপনা ছিল নজর কাড়ার মতো। এই বাইক মিছিল ২০২১ এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে উজ্জীবিত করবে বলে ধারণা রাজনৈতিক দলের একাংশের। জয়পুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইয়ামিন সেখ বলেন, কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে, পেট্রোল ও ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এই বাইক মিছিলের আয়োজন ।তিনি আরো বলেন ভারতীয় কৃষি ব্যবস্থাটাকে আসতে আসতে কর্পোরেটদের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে।