|
---|
লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : ভিক্ষা জীবীদের দ্বিপ্রাহরিক আহার প্রদান বর্ধমানে। বর্ধমান সদর থানার ইন্সপেক্টর ইনচার্জ দিব্যেন্দু দাসের উদ্যোগে বর্ধমান শহরের ৩ নং শাঁখারি পুকুরের ম্যালেরিয়া অফিস কালীমন্দির সংলগ্ন এলাকায় ভিক্ষাজীবীদের দ্বিপ্রাহরিক আহার প্রদান করা হয়। দুপুরের খাবারের মেনুতে ছিল ভাত, ডাল, শাকের তরকারি, সবজির তরকারি, মাংস, চাটনি, মিষ্টি। বিনামূল্যে দুপুরের আহারের পাশাপাশি শীতের কম্বল তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠানটি আয়োজনের দায়িত্বে ছিল বর্ধমানের অগ্রজ স্বেচ্ছাসেবী সংস্থা বর্ধমান সদর প্যায়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। বর্ধমান সদর থানার আইসি দিব্যেন্দু দাস বলেন, শীতের সময় যেহেতু বিভিন্ন প্রান্তিক শ্রেণীর ভিক্ষাজীবীরা কষ্টে থাকেন তাই তাদের একটু উষ্ণতার ছোঁয়া দিতেই এই প্রচেষ্টা। সোসাইটির সম্পাদক প্রলয় মজুমদার বলেন, আমরা প্রত্যেক শনিবার ৫০ জন পথ চলিত ভিক্ষুক, ভবঘুরে মানুষদের দুপুরের আহারের ব্যবস্থা করে থাকি। ক্ষুধা রূপ অসুর থেকে সমাজকে মুক্তি দিতেই আমাদের এই উদ্যোগ। প্রশাসনিক মহলের এই সহযোগিতায় বিভিন্ন দুস্থ মানুষ সত্যিই উপকৃত হচ্ছেন এবং তারা সর্বান্তকরণে এভাবেই সমাজের দুস্থ মানুষদের পাশে দাঁড়ান এই আমাদের অভিপ্রায়। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, এই মহতী উদ্যোগের বার্তা সমাজে দারুণভাবে প্রতিফলিত হবে। দুস্থ মানুষদের পাশে দাঁড়ানোর ফলে সমাজ অনেক ভাবেই উপকৃত হচ্ছে। সংস্থা তরফে এই অনুষ্ঠানে ঋণ উপস্থিত ছিলেন শ্রাবন্তী সাহা, অন্তরা দাস, দ্যুতি কোনার, কোয়েল মালিক সহ অন্যান্যরা।