|
---|
সংবাদদাতা : সমাজকল্যাণমূলক কাজে বাংলার পরিচিত মুখ, শিক্ষা স্বাস্থ্য ও অন্যান্য সামাজিক কাজকর্ম নিয়ে চলা স্বেচ্ছাসেবী সংস্থা মানবতা’র প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক সমাজকর্মী জুলফিকার আলী পিয়াদা’র আজ ছিল ৪৫ তম জন্মদিন। আর এই জন্মদিন পালিত হলো তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা থেকে বহু দূরে বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের আদিবাসী অধ্যুষিত ধগড়িয়া গ্রামের কোঁড়া মুন্ডা পাড়ায় ‘বিষ্ণুপুর আমরা করবো জয়’ সংস্থার পরিচালনায় ।এই কর্মকান্ড যার উদ্যোগে সম্পন্ন হলো, তিনি হলেন বাঁকুড়া জেলার সমাজসেবায় পরিচিত মুখ সমাজ কল্যাণমূলক সংস্থা ‘বিষ্ণুপুর আমরা করবো জয়’ এর কর্ণধার মুজিবর কাজী, তিনি ‘যাযাবর বন্ধু’ নামেও পরিচিত। মূলত আদিবাসী ও যাযাবরদের নিয়ে তার সেবামূলক কর্মকাণ্ড। এছাড়াও বৃক্ষ রোপণে তার বিশেষ ভূমিকা লক্ষ্য করা যায়।
এদিনের অনুষ্ঠানে মুজিবর কাজি ছাড়াও উপস্থিত ছিলেন সমাজকর্মী সুমিত্রা মুন্ডা এবং আদিবাসী গ্রামের বিশিষ্টরা।শিশু ও বয়স্ক মিলিয়ে উপস্থিত ছিলো প্রায় ৫০ জন। এদিন বৃক্ষে জলসেঞ্চন ও কেক কাটার মধ্য দিয়ে জন্মদিন পালন অনুষ্ঠান শুরু হয়। শেষে উপস্থিত সকলকে মিষ্টিমুখ করানো হয় একটি করে রাজভোগ ও মতিচুর দিয়ে। পরিবেশ রক্ষায় বৃক্ষের উপকারিতা এবং বৃক্ষরোপনের উদ্বুদ্ধ করার বিষয়ে বার্তা দেন সমাজকর্মী মুজিবর কাজী।