|
---|
নূর আহমেদ, মেমারি ২২ সেপ্টেম্বর। মেমারি সম্প্রীতি ঐক্য এর উদ্যৌগে রবিবার সকাল ১০ টা নাগাদ বৃক্ষ রোপন কর্মসূচি হয়। মেমারি নুতন বাস স্ট্যান্ড নেতাজী মূর্তির পাশে, মায়ের কোল,হাসপাতাল মোড়, মেমারি কলেজ, মেমারি জামিয়া ইসলিমিয়া, ইছাপুর কবর স্হান। এই ছয় জায়গাই মোট ৭০ টি বৃক্ষ রোপন করেন মেমারি সম্প্রীতি ঐক্যের সভাপতি সেখ আসরাফুল ও সদস্যরা।সম্প্রীতি ঐক্য স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সেখ আসরাফুল ইসলাম জানান, ১৫ অগাষ্টা স্বাধীনতা দিবসের দিন সম্প্রীতি ঐক্যের যাত্রা শুরু হয়েছে। ইতিমধ্যে আমরা হাসপাতালের রুগীদের সুষম খাদ্য স্বরুপ ফল বিতরণ কর্মসূচী নিয়েছি। শিক্ষক দিবসের দিন এলাকার বিশিষ্ট শিক্ষকের বাড়ি গিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে। পুলিশ ডে তে মেমারি থানার পুলিশদের শুভেচ্ছা জানিয়েছি আমরা। বিভিন্ন সেবামূলক কর্মসূচী করায় আমাদের লক্ষ্য।