বৃক্ষ রোপনে উৎসাহ দিতে অভিনব প্রয়াস

সুবিদ আলি মোল্লা, নতুন গতি : যে সময় মানুষ নিজের ক্ষুদ্র স্বার্থের জন্য গাছ কেটে ফেলছে, গড়ে উঠছে নগ সভ্যতা । নষ্ট হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য।সেখানে সবুজের রক্ষা অভিযানে হাত বাড়িয়ে দিয়েছেন বিশ্বজিৎ রায়। পেশায় টোটো চালক । বাড়ি উত্তর চব্বিশ পরগণার গোবরডাঙ্গা থানার অন্তর্গত বেড়গুম পঞ্চায়েত 2 এর বাসিন্দা। তিনি গাছ ভালো বাসেন এবং সবুজের প্রতি এই ভালোবাসা কে ছড়িয়ে দিতে অভিনব তার উদ্যোগ । নিজের টোটো গাড়ির পিছনে বড় বড় করে লেখা, গাছ লাগান ,প্রাণ বাঁচান।গাড়ির চারপাশে নানা ধরনের টবে লাগান গাছ বাঁধা। বিশ্বজিৎ বাবু জানালেন তাকে দেখে আরও অনেক টোটো চালক অনুপ্রাণিত হয়েছেন। এমনই আর এক টোটো চালক সান্তনু দাস জানালেন, “আশাকরি অনেকেই উৎসাহিত হবেন গাছ লাগাতে। আর তখনই আমাদের লক্ষ্য পূরণ হবে”।