|
---|
দেবজিৎ মুখার্জি, দার্জিলিং: জিটিএ নির্বাচন ঘোষণায় ক্ষুব্ধ হয়ে বুধবার সকাল থেকে অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং। যদিও তাঁর এই সিদ্ধান্তকে গুরুত্ব দিতে নারাজ বাকি রাজনৈতিক দলগুলো।
এই বিষয়ে গুরুং বলেছিলেন “আমাদের দাবী পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান করতে হবে। জিটিএ এর মধ্যে ৩৯৬টি মৌজা অন্তর্ভুক্ত করতে হবে। তারপর নির্বাচন করা যেতে পারে। কিন্তু এখন এটা আমরা মেনে নেব না। তাই পূর্ব ঘোষিত কর্মসূচি মেনেই আমি বুধবার থেকে অনশনে বসব।” এই সিদ্ধান্ত আরো স্পষ্ট করে দিলো শাসকদল ও গুরুংয়ের দলের সম্পর্কে ফাটল।