দক্ষিণ দামোদরের গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বিমস্ মাল্টি স্পেশালিটি হসপিটালের।

লুতুব আলি, বর্ধমান, ১০ জুন : দক্ষিণ দামোদরের গ্রামে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা বিমস্ মাল্টি স্পেশালিটি হসপিটালের। ব্যবসায়িক দৃষ্টিভঙ্গির বাইরে এসে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশ নিয়ে সাধারণ মানুষের নজর কাড়ছে বর্ধমানের স্বনামধন্য বিমস্ মাল্টি স্পেশালিটি হসপিটাল। বর্ধমান ও জলপাইগুড়ি ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক ও মানবাধিকার কর্মী কাজী মোঃ রফিক জানান, বীরহাটা কনজিউমারস আওয়ারনেস অ্যাসোসিয়েশনের ডাকে সাড়া দিয়ে বিমস মাল্টি স্পেশালিটি হসপিটাল এর কর্তৃপক্ষ গণ ও জামালপুর লাইন্স ক্লাবের লায়নস্ সেবা আই হসপিটাল এ ব্যাপারে উদ্যোগী হয়েছে। অতি সম্প্রতি দক্ষিণ দামোদরের পুর শুনার আহালা দিপুর প্রাথমিক বিদ্যালয় বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষা শিবিরে বিমস মাল্টি স্পেশালিটি হসপিটাল বিনামূল্যে ইসিজি ও স্বাস্থ্য পরীক্ষা শিবির করেন। বিম স্ মাল্টি স্পেশালিটি হসপিটাল এর পক্ষ থেকে ডা: কাশেম মোল্লা ও শেখ তাজউদ্দিন এবং এখানকার স্টাফেরা স্বাস্থ্য পরীক্ষার শিবিরে উল্লেখযোগ্য ভাবে সহায়তা করেন। অন্যদিকে নওহাটে ও ও বিনামূল্যে চক্ষু পরীক্ষাও অপারেশন শিবির অনুষ্ঠিত হয়। সমস্ত শিবিরের উদ্বোধন করেন কাজী মোহাম্মদ রফিক। বিরহাটা কানজুমার অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের পরিচালনায় এই শিবির অনুষ্ঠিত হয় সহযোগিতায় ছিল জামালপুরের লায়নস সেবা আই হসপিটাল। বিরহাটা কনজিউমারস অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সহযোগিতা করেন আবুল কাশেম মন্ডল, শেখ শফিউর রহমান, শেখ জামাল উদ্দিন প্রমুখ। ক্রেতা সুরক্ষা আদালতের প্রাক্তন বিচারক ও মানবাধিকার কর্মী কাজী মোঃ রফিক জানান, দক্ষিণ দামোদর সহ পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা দিয়ে বিরহাটা কনজিউমারস অ্যাওয়ারনেস অ্যাসোসিয়েশন মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছে।