বিনা খরচে ছানি অপারেশন করতে চক্ষু পরীক্ষা শিবির

সেখ সামসুদ্দিন, ২৫ আগস্টঃ মেমারি আল মদিনা ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রোটারি ক্লাব হুগলি আই হসপিটাল -এর ব্যবস্থাপনায় প্রকৃত দরিদ্রদের বিনা খরচে চোখের ছানি অপারেশন করতে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। মেমারি মদিনা মার্কেট সংলগ্ন মামুন ন্যাশনাল স্কুলে এই ছানি পরীক্ষা শিবির করা হয়। এখানে কেবলমাত্র চোখের ছানি পরীক্ষা করা হয় এবং ছানি থাকা রোগীদের ব্লাড টেস্ট, ইসিজি সহ প্রয়োজনীয় টেস্টগুলো করে নেওয়া হয়। খুব শীঘ্রই কয়েকটি পর্যায়ে ভাগ করে রোটারী আই হসপিটাল বাঁশবেড়িয়া হুগলিতে নিয়ে গিয়ে অপারেশন করানো হবে বলে জানান আল মদিনা ওয়েলফেয়ার ফেয়ার সোসাইটির সম্পাদক তথা মেমারি জামিয়া মাদ্রাসার অধ্যক্ষ ক্বারী সামসুদ্দিন আহমেদ সাহেব। এদিন এই ছানি পরীক্ষা শিবিরে পর্যায়ক্রমে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক অধ্যাপক ডঃ আবুল হাশেম মন্ডল, বর্তমান বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি থানার ওসি দেবাশীষ নাগ, মেমারি থানার সার্কেল ইন্সপেক্টর বিশ্বজিৎ মন্ডল, সমাজসেবী তারকনাথ সাহা, ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলার ডঃ চিরঞ্জীব ঘোষ, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি আশীষ ঘোষ দস্তিদার, মেমারি কলানবগ্রাম চক্রের প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মহঃ জাহাঙ্গীর সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।