বিনা খরচে ছানি অপারেশনে মেমারি স্বেচ্ছাসেবী সংস্থ আল- মদিনা সোসাইটি

সংবাদদাতা: প্রতি বছরের মতো এবারেও দুঃস্থ মানুষদের জন্য বিনা খরচে চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করল মেমারি আল- মদিনা ওয়েলফেয়ার সোসাইটি৷ এটি ২০তম বছর৷ এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিষ্ঠাতা বিশিষ্ঠ লেখক গোলাম আহমাদ মোর্তজা৷ এখানে চলছে একটি জামিয়া (মাদ্রাসা),ছাত্র এবং ছাত্রীদের পৃথক আবাসিক উচ্চ মাধ্যমিক স্কুল(মামুন ন্যাশনাল স্কুল),অন্ধদের স্কুল এবং উচ্চমাধ্যমিক স্তরের হাইমাদ্রাসা ২০তম এই বাছাই ক্যাম্পে প্রায় ২০৫জন রুগী পরীক্ষা করা হয় এবং ৮৮জনের ছানি ধরা পড়ে৷ জাতি ধর্ম, বর্ণ,পুরুষ নারী নির্বিশেষে এই রুগীদের অপারেশন বিনা খরচে আগামী এক মাসের মধ্যে রোটারী হুগলী আই হাসপাতালে করানো হবে৷ রক্তদান শিবিরের পাশাপাশি গ্রামে টিউবওয়েল ও টয়লেট তৈরীর মতো কল্যাণমূলক কাজ করে এই স্বেচ্ছাসেবী সংস্থা৷ আজকের এই ক্যাম্পে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ডের কাউন্সিলার,মেমারি থানার ওসি,বিশিষ্ট চিকিৎসক ডাঃ বিপ্লব চ্যাটার্জী, শ্রীমতি মিলি চ্যাটার্জী এবং মেমারি শহরের বিশিষ্ট নাগারিকবৃন্দ ও সমাজসেবী৷ মাননীয় এস. ডি. পি. ও মহাশয়ও উপস্থিত ছিলেন এবং সুন্দর ব্যবস্থাপনা পরিদর্শন করেন৷ মামূন ন্যাশনাল স্কুলের শিক্ষক ছাত্রদের সহযোগিতায় এই ক্যাম্প সুষ্ঠভাবে পরিচালিত হয়৷ রোটারী ক্লাবকে এই সোসাইটি আন্তরিক কৃতজ্ঞতা জানান কারণ বহু দুঃস্থ মানুষ এর দ্বারা উপকৃত৷