|
---|
বাবুল হাসান লস্কর, কুলতলী : দক্ষিণ চব্বিশ পরগনা ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত কুলতলী থানার মেরিগঞ্জ হাই মাদ্রাসার ছাত্র ছাত্রীদের অভিভাবক কমিটির নির্বাচন উপলক্ষে ২৫ ও ২৬শে নভেম্বর দুই দিন বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত নির্বাচনী নমিনেশন পর্ব চলছিল। ভোট হওয়ার কথা ছিল ৮ই ডিসেম্বর মোট ছয়টি সিটের ছয়টি নোমিনেশন জমা পড়ে , বাকি আর কোন নমিনেশন না পড়ার কারণে আর ভোট হচ্ছে না তাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসকদলের দখলে মাদ্রাসার ম্যানেজিং কমিটির বোর্ড এই নিয়ে মেরিগঞ্জ -১অঞ্চল সভাপতি জাকির হোসেন শেখ বলেন বিরোধীদের পায়ের তলায় মাটি নেই কুৎসা ও অপপ্রচার করে ভোটে লড়া যায় না। তাই তারা প্রার্থী দিতে পারিনি দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এর জন্য রাজ্যে সর্বত্র নির্বাচনে বিরোধীদের জামানত বাজেয়াপ্ত হচ্ছে।