বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির মানব সেবা ওয়েলফেয়ার ট্রাস্টের

নিজস্ব সংবাদদাতা,পাইকর : বীরভূম: মানব সেবা ওয়েলফেয়ার ট্রাস্ট’এর পরিচালনায় ও ‘সুস্রত আই ফাউন্ডেশনএন্ড রিসার্চ সেন্টার’ – এর সহযোগীতায় একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হল।
স্থান- বীরভূম জেলার পাইকর থানার কুশমোড়-১ পঞ্চায়েতের সদাশিবপুর বিশোড় হাই স্কুল প্রাজ্ঞনে। এই শিবিরে ১৫০ জনের চোখের পরীক্ষা করা হয়।
এই শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালক মিলন শেখ ও মাওলানা পিয়ার মুহম্মদ ও আরও অনেক। এই ধরণের শিবিরে এলাকার মানুষ অনেক উপকৃত হন।