|
---|
বনি জামান,ফরাককা : হায়াত মেডিকেয়ারের উদ্যোগের আবারও আয়োজন করা হল।
একটি বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, স্থান হোলি চাইল্ড মডেল স্কুল,বাহাগোলপুর,সুতি,মুর্শিদাবাদ
চিকিৎসা করেন হায়াত মেডিকেয়ারের চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসক নাজাম হাসিব MS(Eye)
প্রায় ১০০ এর বেশি রোগীদের চিকিৎসা করেন শিবিরে। রুগিদের বিশেষ পরিষেবা দেওয়া হল
Free OPD, Free Medicine, Free ECG/BP/RBS, অল্প খরচে হসপিটালে নিয়ে গিয়ে চোখের ছানির অপারেশন করা হয়। হসপিটাল ম্যানেজার সংবাদ মাধ্যমে প্রচার অর্থনৈতিক ভাবে সমাজের পিছিয়ে পড়া লোকের সাহায্যের উদ্দেশ্যেই ক্যাম্প করা হল।