|
---|
সংবাদদাতা : উত্তর ২৪ পরগনা কাটিয়াহাট আল হেরা অ্যাকাডেমী মিশন ও আল হেরা আল জামিয়াতুল ইসলামিয়াতে আল কোরআন অ্যাকাডেমী লন্ডন, পশ্চিমবঙ্গের দায়িত্বশীল প্রতিনিধি মোহাম্মদ রাকিব সাহেবের নেতৃত্বে সরল অনুবাদসহ পবিত্র কুরআন শরীফ শতাধিক ছাত্রছাত্রকে দেওয়া হয়। পাশাপাশি কুরআন পাঠের গুরুত্ব আরোপ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়া মহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটি আলিয়া বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ড.কামালউদ্দিন খান, মিশনের ডাইরেক্টর ও সিরাত সম্পাদক, মাওলানা আবু সিদ্দিক খান, চেয়ারম্যান মাওলানা মাসউদুর রহমান, সহ সম্পাদক মাওলানা মোহাম্মদ মোস্তাকিম মন্ডল, ট্রাস্টী বোর্ডের সদস্য হাফেজ আবু বকর সরদার, প্রধান শিক্ষক মোজাফফর রহমান, আলিয়া বিশ্ব বিদ্যালয়ের নওয়াজিস আহমেদ, মুফতি আবু তৈয়ব, মাওলানা আব্দুল হালিম, হাফেজ মিজানুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটু সঞ্চালনা ও পরিচালনা করেন আবু সিদ্দিক খান সাহেব ও মুফতি আবু তৈয়ব সাহেবের দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।