|
---|
নূর আহমেদ, মেমারি ৫ জুলাই : বিবেকান্দ স্মৃতি সংঘের উদ্যোগে শহীদ শিবশংকর সেবা সমিতির তত্ত্বাবধানে স্বাস্থ্য পরিক্ষা শিবির হয় বৈকাল ৩টায় মেমারি সুলতানপুর রায়পাড়ার গরীব পাড়ায় বিনা পয়সায় স্বাস্হ্য পরিক্ষা শিবির করা হয় এবং বিনামূল্য ঔষধ প্রদান করা হয় বারোয়ারী তলায়। মোট ৯২ জনের বিভিন্ন বিভাগে স্বাস্থ্য পরীক্ষা করা হয় বিনামূল্যে ও তার সাথে সাথে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়। গরীব পাড়ার মানুষদের কী রোগ আছে তারা জানেন না তাই এই স্বাস্থ্যপরীক্ষার আয়োজন। প্রায় ১০০ জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। যদি কোন বড ধরনের রোগ ধরা পড়ে তাহলে শহীদ শিবশংকর সেবা সমিতিতে গিয়ে ৩০ টাকায় ফি দিয়ে স্পেশাল ডাক্তার দেখাতে পারেন বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে কালু রায় জানান। উপস্থিত ছিলেন কালু রায়, আলপনা মিত্র। ক্লাবের পক্ষ থেকে বাবলু রায়, অমল রায়, সৌমেন হাজরা ও মায়া রায়।