|
---|
সংবাদদাতা : ফজল-এ-এলাহী: ফারাক্কা : মুর্শিদাবাদ জেলার ফারাক্কা থানার আলীনগরে অবস্থিত হায়াত নার্সিংহোমে বিনামূল্যে জন্মগত ঠোঁট ও তালুকাটা প্রি সার্জারি শিবির করা হোল অপারেশন স্মাইল এর উদ্যোগে, সহযোগিতা করেন কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।
শিবিরে মোট ৩১ জন উপস্থিত হয় এর মধ্যে এখন ১৪ জনের সম্পূর্ণ বিনামূল্যে সার্জারি করা হবে অপারেশন স্মাইল এর দুর্গাপুর ক্লেফ্ট সেন্টারে স্থান দুর্গাপুরের আই কিউ সিটি সুপার স্পেশালিটি হাসপাতালে। এছাড়া ৫ জন বাচ্চাকে Nutrition দেওয়া হয় সম্পূর্ণ বিনামূল্যে। এবং প্রতি মাসে বাচ্চাদের বিনামূল্যে Nutrition ইত্যাদি দেওয়া হবে অপারেশন না হওয়া পর্যন্ত।