|
---|
বিশেষ সংবাদদাতা:পাইকর:বীরভূম:*মানব বন্ধন মঞ্চ* নামের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে *বিনামূল্যে স্বাস্থ্য শিবির, স্বাস্থ্য সম্মান- 2023* ও একটি *প্রতিবন্ধী ট্রাই সাইকেল* বিতরণ এর আয়োজন করা হল বীরভূমের পাইকর থানার কুশমোড় সব্জিহাট প্রাঙ্গণে। এই শিবিরে
চিকিৎসা করেন বিহারের পূর্ণিয়ার ম্যাক্স-৭ হাসপাতালের সুপারইনটেন্ডডেন্ট। হার্ট, থাইরয়েড এবং সুগার রোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুল করিম সাহেব। এই স্বাস্থ্য শিবিরে এক প্রতিবন্ধী নুরহাসান শেখ কে একটি ট্রাই সাইকেল দেওয়া হয় এবং সমাজ সেবি ডাঃ আব্দুল করিম সাহেব কে স্বাস্থ্য সম্মান-২০২৩ এ ভূষিত করা হয়। মানব বন্ধন মঞ্চের সভাপতি শেখ সাবির আহমেদ জেলা সভাপতি ফজল-এ-এলাহী ও আহ্বায়ক শ্রী শুভাশিস ব্যানার্জি মহাশয়ের উদ্যোগে ও কুশমোড় রুরাল হিউম্যান রিসোর্স ডেভলপমেন্ট সোসাইটির ব্যবস্থাপনায় শিবির টি সম্পূর্ণ হয়।