|
---|
নতুন গতি ওয়েব ডেস্ক: সম্ভবত প্রযুক্তিগত কোনও কারণে নয়, পাইলটের গাফিলতিতে দুর্ঘটনার কবলে পড়েছিল বিপিন রাওয়াতের কপ্টার। এমনই রিপোর্ট প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংকে দিয়েছেন বায়ুসেনা আধিকারিক রা। দূর্ঘটনার আগের ও পরের ছবি বিশ্লেষণ করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।
তদন্তকারীরা দুর্ঘটনা কীভাবে ঘটল তা নিয়ে সমস্ত পরীক্ষা-নিরীক্ষা করেছেন। দেখা গিয়েছে, হেলিকপ্টারটি অবতরণের জন্য প্রস্তুত হওয়ার সময় পাইলটের কোনও গাফিলতিতেই এই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনার দিন কোয়েম্বাটুরের সুলুর এয়ারফোর্সের ঘাঁটি থেকে ওয়েলিংটনের ডিফেন্স সার্ভিসেস কলেজে যাওয়ার সময় সিএফআইটি হয়। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় কপ্টারের নিয়ন্ত্রণ পাইলটের হাতে থাকলেও তৈরি হয় সিএফআইটি। যার ফলেই কপ্টারটি সোজা পাহাড়ে গিয়ে ধাক্কা মারে। প্রযুক্তিগত কোনও ত্রুটি ছিল না বলে তদন্তকারী দলের তরফে জানানো হয়েছে বলে সূত্র মারফত জানা গিয়ে