|
---|
লুতুব আলি, নতুন গতি : ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে সশস্ত্র বিপ্লবের এক অন্যতম বিপ্লবী রাসবিহারী বসু র জন্ম পূর্ব বর্ধমানের দক্ষিণ দামোদরের সুবল দহ গ্রামে।তাঁর নামে ই গড়ে উঠেছে কামারগড়িয়া রাসবিহারী বসু শিক্ষা নিকেতন। দক্ষিণ দামোদরের প্রত্যন্ত এই এলাকায় বিদ্যালয়টি পঠন পাঠনের মানোন্নয়নের সঙ্গে সঙ্গে সবুজায়ন করতে এক উদ্যোগী ভূমিকা নিয়েছে । পূর্ব বর্ধমান তথা রাজ্যের স্বনামধন্য স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান গাছ গ্রুপের সঙ্গে এই বিদ্যালয়টিকে অটুট বন্ধনে আবদ্ধ করতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৌমেন হাজরা অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। বিদ্যালয় প্রধান শিক্ষক সৌমেন হাজরা বলেন, বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক মাননীয় সুকল্যাণ বসু র মাধ্যমে গাছ গ্রুপের অন্যতম পুরোধা মাননীয় অরূপ চৌধুরী মহাশয়ের সঙ্গে সংযোগ স্থাপন হওয়ার পরিপ্রেক্ষিতে কামারগড়িয়া রাসবিহারী বসু শিক্ষা নিকেতনে এই প্রথমবার বৃক্ষরোপণ করা হল। অরূপ চৌধুরী বলেন, বিদ্যালয়টি শান্ত, স্নিগ্ধ, সবুজের সমারোহে অবস্থান করায় আমাদের প্রাণিত করেছে। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সঞ্জয় গুহ, প্রধান শিক্ষক সৌমেন হাজরা এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার কর্মীদের তৎপরতায় বিদ্যালয়ের প্রাঙ্গণে দেশি নিম, মেহগিনি, সোনাঝুরি, গামার বৃক্ষ শিশু রোপন করা হয়। গাছ মাস্টার অরূপ চৌধুরী আর ও বলেন, বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীদের ব্যবহার অত্যন্ত নমনীয় তা আমাদের সমৃদ্ধ করেছে। বৃক্ষরোপণ অনুষ্ঠানে বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা ও শিক্ষা কর্মীসহ উল্লেখযোগ্য যে সমস্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাঁরা হলেন বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক সুকল্যাণ বসু, খন্ড ঘোষের হুরিয়া পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক রামকৃষ্ণ যশ, বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি সঞ্জয় গুহ, সহদেব নেগেল, সুশান্ত পাল, সুজিত কুমার তা, অচিন্ত্য পোড়েল প্রমুখ। উল্লেখ্য, এদিন বিদ্যালয়ে কেন গাছ লাগানো হবে এর ওপর একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুটি খন্ড বনে আড়াইশো গাছ লাগানো হয়।