|
---|
আজিজুর রহমান,গলসি : বিপ্লবী বিমল দাশগুপ্ত স্মৃতি সম্মানে ভুষিত হলেন গলসি ২ ব্লক বিডিও সঞ্জীব সেন। তাছাড়াও, ওই সম্মান পান গলসি থানার মেজবাবু রতন দাস এবং প্রাক্তন ডি আই তথা মেমারি বি এড কলেজের অধ্যাপক ডঃ আব্দুল হাই। তাদের সামাজিক কাজের নিরিখে ওই সম্মান প্রদান করছে পুরসা অগ্রগামী যুব সংঘ নামক এলাকার একটি জনপ্রিয় ক্লাব। মঙ্গল বার ৭৭ তম স্বাধীনতা দিবস উদযাপন করে গলসি পুরসা অগ্ৰগামি যুব সংঘ। সেখানের তাদের ওই সম্মানে ভূষিত করা হয়। জানা গেছে, সারা বছরই সমাজসেবা, খেলাধুলা, শরীর ও সাহিত্য চর্চা নিয়ে বিভিন্ন কর্মসুচি পালন করে ক্লাবটি। প্রতিবছরের ন্যায় এবছরও স্বাধীনতা দিবস উপলক্ষে পোতনা পুরসা গ্ৰাম পঞ্চায়েতে তারা এলাকার কচি কাঁচাদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি , নৃত্য সহ এলাকার শিক্ষকদের সম্মান জানানোর ব্যবস্থা করে। সেখানে বিশিষ্ট গুনিজন ও কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা জ্ঞাপন ও পুরস্কার তুলে দেওয়া হয়। উক্ত অনুষ্ঠান মঞ্চে রতন দাসের জীবনী নিয়ে সাংবাদিক আজিজুর রহমানের লেখা একটি কবিতা স্মারক তুলে দেওয়া হয়। পুরসা অগ্ৰগামি যুব সংঘের এই মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন গলসি ২নং ব্লক সমষ্ঠি উন্নয়ন আধিকারিক সঞ্জীব সেন ও মেজবাবু রতন দাস সহ সকল অতিথিরা।