|
---|
আয়ুব আলি, উওর২৪পরগনা : বীর শহীদ বিপ্লবী ভগৎ সিং স্মরন করল নৈহাটি ভগৎ সিং মেমোরিয়াল সোসাইটি। ২৮শে সেপ্টেম্বর বুধবার উওর২৪পরগনা র গাইঘাটায় বকচরা বাজার সংলগ্ন। পালবাড়ি নামক এক অনুষ্ঠান বাড়িতে ভগৎ সিং স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে, এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেবপ্রিয় মজুমদার (প্রাক্তন পঞ্চায়েত প্রধান) বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী শ্রী শুভ পন্ড়িত, অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংস্থার সম্পাদক সন্তোষ হালদার এছাড়াও ছিলেন সভাপতি অজয় চন্দ্র বিশ্বাস এবং মহিলাদের উপস্থিতি ছিল এলাকার সর্বস্তরের মানুষ।