|
---|
বীরভূমের রাজনগরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী ৬০০ জন দুঃস্থকে দান করলেন খাদ্য সামগ্রী
মহঃ সফিউল আলম, নতুনগতি, বীরভূম: লকডাউনের মতো এই কঠিন সময়ে সম্প্রতি ব্যক্তিগত ভাবে তিনি খাদ্য সামগ্রী বিতরণ শুরু করেন এলাকার দুঃস্থ অসহায় মানুষদের৷ প্রায় ৬০০ জন দরিদ্র দুঃস্থ মানুষের হাতে সেগুলি তুলে দেওয়া হয়৷ এমন শুভ মানবিক উদ্যোগ গ্রহণ করায় রাজনগর খোদাইবাগ গ্রামের বাসিন্দা, বেকারী কারখানার মালিক, বিশিষ্ট ব্যবসায়ী তথা সমাজসেবী সেখ হাবলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা৷
এদিন রাজনগর ব্লকের বিভিন্ন এলাকা থেকে আগত অসহায় দরিদ্র মানুষদের হাতে হাবল সাহেবের তরফে তুলে দেওয়া হয় চাল, মুসুরি, আলু , পেঁয়াজ, লবণ, সাঃগুড়ি, সাবান, নারকলতেল প্রভৃতি নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী৷ খুশি দুঃস্থ পরিবারের সদস্য তথা প্রাপকরা৷ বাসিন্দারা জানান, প্রায়শ হাবল বাবুর মানবিক মুখ তাঁরা দেখতে পান বিভিন্ন ক্ষেত্রে৷ সমাজসেবার ক্ষেত্রে এলাকাবাসীর কাছে তিনি পরিচিত মুখ৷ এবারও কঠিন সময়ে এইভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি৷ অনেকেই তাঁকে তাঁর এই মহৎ কাজের জন্য আশীর্বাদ করেছেন৷ ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন কেউ কেউ৷ এদিন হাবল বাবুর এই কাজকে উৎসাহিত করতে হাজির ছিলেন রাজনগর প.সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু, সমাজকর্মী প্রাণতোষ ওঝা সহ একাধিক সমাজসেবী মানুষেরা৷