জীবাণু নাশক স্প্রে বীরভূমের খয়রশোল এলাকায়

জীবাণু নাশক স্প্রে বীরভূমের খয়রশোল এলাকায়

    সেখ রিয়াজ উদ্দিন বীরভূম: করোনা ভাইরাসের কারণে সমগ্র দেশের মানুষ পরিত্রাণের উপায় খুঁজতে বা আপাতত সর্তকতা অবলম্বন করতে স্যানিটাইজারের ব্যবহার ও এলাকা জীবাণুমুক্তর লক্ষ্যে জীবানুনাশক স্প্রে করতে দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায়।আজ বীরভূম জেলার খয়রশোল ব্লকের নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ও খয়রশোল থানা চত্বরে সিউড়ি ফায়ার ব্রিগেড কর্তৃক এলাকায় জীবানুনাশক স্প্রে করা হয়। জনবহুল এলাকায় তথা যেখানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ধরনের লোকজনের আনাগোনা সেই সমস্ত এলাকাগুলোতে সপ্তাহে একবার করে জীবানুনাশক স্প্রে করা হচ্ছে। উল্লেখ্য গত সপ্তাহে এইগুলো একবার স্প্রে করা হয়েছে আজ দ্বিতীয় দফায় পুনরায় স্প্রে করা হচ্ছে। একান্ত সাক্ষাৎকারে সেই কথা শোনান সিউড়ি ফায়ার ব্রিগেড থেকে আগত এল এফ ও আব্দুল হান্নান। স্প্রে করার সময় এদিন উপস্থিত ছিলেন নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ওয়াসিম,পি এইচ এন বনশ্রী কবিরাজ, ব্লক রোগি কল্যাণ সমিতির সদস্য কাঞ্চন কুমার দে প্রমুখ ব্যাক্তিবর্গ।