|
---|
খান আরশাদ, বীরভূম:
শনিবার বীরভূম জেলা পুলিশ সুপারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বীরভূমের কয়েকটি থানার ওসিকে বদলির নির্দেশ দেওয়া হল। নিয়ম মাফিক এই বদলি বলে জানা গিয়েছে। রাজনগর থানার ওসি দেবাশীষ পণ্ডিতকে ইলামবাজার থানার ওসি হিসেবে বদলির নির্দেশ দেওয়া হল। অপরদিকে সিউড়ি থানার SI শামীম খান রাজনগর থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নেবেন।
সাঁইথিয়া থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নেবেন বন্ধন দেওঘরিয়া।
সেখ কাবুল আলিকে খয়রাশোল থানায় নতুন ওসি হিসেবে দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে খয়রাশোল থানার ওসি তপাই বিশ্বাস নতুন ওসি হিসেবে দায়িত্ব নেবেন দুবরাজপুর থানায়।
সদাইপুর থানায় নতুন ওসি সাহেবের দায়িত্ব নেবেন মহম্মদ মিকাইল মিয়া। এবং সদাইপুর থানার SI আশরাফুল সেখকে কীর্নাহার থানায় ওসি হিসেবে বদলির নির্দেশ দেওয়া হয়েছে।