|
---|
আনজুম মুনীর, কলকাতা :
বীরভূমের মুরারইয়ের ছোট্ট দুটি গ্রাম থেকে উঠে আসা দুই ছেলে সামসাদ হোসেন মোঃ রিপন। পড়াশোনার পাশাপাশি তাদের প্রথম প্রেম কুইজ নিয়ে পাগলামি। এবারের ছাত্র যুব উৎসব প্রতিযোগিতায় মুরারই ব্লক স্তরে চ্যাম্পিয়ন হওয়ার পর জেলায় খেলার ছাড়পত্র পায়। সেখানে বীরভূমের নামজাদা কুইজারদের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়নের খেতাব দখলে রাখে মুরারইয়ের শামসাদ হোসেন ও মোঃ রিপন। তাদের দুজনের কথায় জেলা স্তরের কুইজটা বেশ কঠিন ছিল প্রথম দিকে বেশ কিছুটা পিছিয়ে যায়।
কিন্তু পরের রাউন্ড গুলোতে মাথা ঠান্ডা করে ধীরে ধীরে এগোতে থাকি ,কোন সময় আত্মবিশ্বাস হারায়নি ফলে কুইজটার শেষে শেষ হাসি আমরাই হাসি। তারা দুজনে ছাত্র হলেও সামাজিক কাজ করেএলাকায় দুটো পরিচিত নাম। খেতাব হাতে দুই তরুনের তখন মুখে একটাই নাম আমাদেরটা জয়টা ভাগ করে নিলাম আমাদের প্রিয় দাদা মেহেবুব হকের সাথে। যিনি আমাদের মোটিভেটর সাথে কোচও বটে। এর আগেও মোহাম্মদ রিপন যুব সংসদ প্রতিযোগিতা, লক্ষ্যভেদ কুইজ প্রতিযোগিতা, লাইব্রেরী কুইজ, বিবেক চেতনা উৎসব , প্রবন্ধ রচনা, যুব সংসদ প্রতিযোগিতায় জেলার সেরা বিরোধী দলনেতা হিসাবেও জেলায় চ্যাম্পিয়ন হয়েছিলেন। শুধু এই নয় 21 বছরের এই তরুনকে দারিদ্রতা তাড়া করে ঠিকই কিন্তু কখনোই ভেঙে পড়েননি।নিজে পড়াশোনার পাশাপাশি একটা কোচিং সেন্টার চালায় যেখানে অনেক দরিদ্র সীমার নিচে বসবাস করা ছাত্রছাত্রীদের বিনা পয়সায় সে পড়ায় এবং কিছু ছাত্র দের কাছ থেকে খুব সামান্য পারিশ্রমিকই নেন। ওর একটাই স্বপ্ন মায়ের নামে একটা স্কুল করা যেখানে দরিদ্র সীমার নিচে বসবাস করা অনেক ছেলেমেয়ে পড়াশোনা করতে পারছে না তাদেরকে বিনামূল্যে পড়াশোনার সুযোগ করে দেওয়া । অন্যদিকে শামসাদ হোসেন এর কথায় ডব্লিউ বিসিএস অফিসার হয়ে দেশ ও দশের পাশে দাঁড়াতে চাই।