|
---|
খান আরশাদ, বীরভূম:
অবশেষে শর্তসাপেক্ষে জামিন পেলেন বীরভূমের দোর্দন্ড প্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট মন্ডল। ২০২২ সালের ১১ আগস্ট বীরভূমের বোলপুরের নিচুপট্টি এলাকা অনুব্রত মণ্ডলকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। টানা কয়েক ঘন্টা জেলার পর তাকে গ্রেফতার করে সিবিআই। প্রথমে তাকে আসানসোল সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় এবং এরপর তিহার জেলে নিয়ে যাওয়া হয়। এই তিহার জেলেই প্রায় দুই বছর ধরে বন্দী বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। অনুব্রত মণ্ডলের পরেই তাঁর মেয়ে সুকন্যা মন্ডলকেও গ্রেফতার করা হয়। সুকন্যাও এখন জেলবন্দি।
সিবিআই এর গরু পাচার মামলায় জামিন চেয়ে অনুব্রত মণ্ডল আবেদন করেছিলেন সুপ্রিম কোর্টে।
মঙ্গলবার দীর্ঘ শুনানির পর অবশেষে শর্তসাপেক্ষে অনুব্রত মণ্ডলকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। তাঁর বিরুদ্ধে চলা তদন্তকে কোনমতেই অনুব্রত মণ্ডল প্রভাবিত করতে পারবেন না, তাঁর পাসপোর্ট জমা রাখতে হবে, সাক্ষীদের ওপর কোনোভাবেই প্রভাব খাটাতে পারবেন না এবং বিচারকার্য শুরু হলে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে, এইসব শর্তেই সুপ্রিমকোর্ট অনুব্রত মণ্ডলকে জামিন দিল মঙ্গলবার।
জামিন পেলেও অনুব্রত মণ্ডল এখন ছাড়া পাচ্ছেন না। কারণ তাঁর বিরুদ্ধে এখনও ইডির মামলা চলছে।
অনুব্রত মণ্ডলের এই জামিন পাওয়ার খবরে তাঁর অনুগামীদের মধ্যে এখন খুশির হাওয়া বইছে। অনুব্রত মণ্ডল এবং তার কন্যা সুকন্যা কখন ছাড়া পাবেন, সেই দিকেই এখন তাকিয়ে তাঁর অগণিত অনুগামীরা।