টোকিওতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ট্রেড ফেয়ার এ অংশগ্রহণ বীরভূমের হস্তশিল্প-শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়ের

 

     

    খান আরশাদ, বীরভূম:

    জাপানের টোকিওতে অনুষ্ঠিত ইন্ডিয়ান ট্রেড ফেয়ার কর্মসূচিতে অংশগ্রহণ করে বীরভূমের সিউড়িতে ফিরলেন রাষ্ট্রীয় পুরস্কার প্রাপ্ত এবং শিল্পগুরু সম্মানপ্রাপক শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। ২৩ শে জুলাই থেকে ২৫ শে জুলাই পর্যন্ত জাপানের টোকিওর মিনজুকু শহরে ভারত থেকে ১০ জন হস্ত শিল্পীদের সমাবেশ ঘটে। নির্বাচিত এই ১০ জন শিল্পী সকলেই আগে ভারত সরকার কর্তৃক বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। ভারতের শিল্প কর্মকে বিশ্বের দরবারে তুলে ধারার জন্য ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের ‘এক্সপোর্ট প্রমোশন কাউন্সিল ফর হ্যান্ডিক্রাফটস’ এর এই উদ্যোগ। নিজের হাতে বোনা কাঁথা স্টিচের বিভিন্ন সামগ্রী নিয়ে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ থেকে সিউড়ির বাসিন্দা তথা বিশিষ্ট শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়। সিউড়ি ফিরে এসে তৃপ্তি মুখোপাধ্যায় জানালেন বিদেশ সফরে নিজের শিল্পকর্ম প্রশংসিত হওয়ায় তিনি খুবই খুশি। জাপানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে শিল্পী তৃপ্তি মুখোপাধ্যায়কে বিশেষ সম্মাননা জানানো হয়। উল্লেখ্য এর আগে বার্মিংহামে ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের কর্মসূচিতেও যোগ দিয়েছিলেন তৃপ্তি মুখোপাধ্যায়। ভারতের শিল্পকর্মকে ভারতের শিল্পকর্মকে তুলে ধরায় গর্বিত সারা জেলাবাসী।