বীরভূম জেলা কিষান কংগ্রেস পাঁচ দফা দাবীর নিয়ে স্মারকলিপি জমা দিলেন রামপুরহাট SDO কে

আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-আজ বীরভূম জেলা কিষান কংগ্রেস ও রামপুরহাট বিধানসভা কংগ্রেসের ডাকে পাঁচ দফা দাবীর ভিত্তিতে SDO রামপুরহাট কে ডেপুটেশন দেওয়া হলো। 

    দাবী গুলি হলোঃ-
    ১) আধার কার্ড সংশোধন, সংযোজন ও নতুন প্রতিটি অঞ্চলে ক্যাম্প করে করতে হবে।

    ২) কৃষকের কৃষিঋণ মকুব করতে হবে।

    ৩) কৃষকের উৎপাদিত ফসল সরকারকে নায্য মূল্যে কিনতে হবে।

    ৪) বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, অক্ষম ভাতা মাসিক ৪০০ শত টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করতে হবে।

    ৫) প্রত্যেক জবকার্ডধারী ব্যক্তিকে বছরে ২০০ দিন কাজ দিতে হবে।

    কেন্দ্রের বিজেপি ও রাজ্যের তৃনমূল সরকারের জনবিরোধী নীতি ও লাগামহীন সন্ত্রাসের বিরুদ্ধে এবং বিভিন্ন দাবীর ভিত্তিতে রামপুরহাট SDO কে ডেপুটেশন দেওয়ার পূর্বে পথসভায় বক্তব্য রাখলেন সৈয়দ কাসাফদ্দোজা চেয়ারম্যান বীরভূম জেলা কিষান কংগ্রেস কমিটি, সৈয়দ সিরাজ আলি সম্পাদক পঃ বঃ প্রদেশ কিষান কংগ্রেস কমিটি, সানি সিনহা সহসভাপতি বীরভূম জেলা যুব কংগ্রেস কমিটি, অপূর্ব চৌধুরী জেলা কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্ব, উত্তিয় মুখার্জি সভাপতি রামপুরহাট -১ নং ব্লক কংগ্রেস কমিটি, সাহাজাদা হোসেন সভাপতি রামপুরহাট শহর কংগ্রেস ক্ষুদ্র ব্যবসায়ি সমিতি ও অনান্য নেতৃবৃন্দ।