|
---|
নিজস্ব প্রতিবেদন, নতুন গতি :
পাইকর গ্রামের পাইকর গ্রামীণ হসপিটাল এখন ডায়রিয়া রোগীকে ভর্তি প্রায় 68 জন ছাড়িয়ে গেছেশুধু পাইকর গ্রামের রোগী নয় আশেপাশে এক নাম তথা বর্ধন পাড়া কামার খুব কাশিমনগর ভাগাইল এছাড়া অনেক গ্রামের রোগী এখানে ভর্তি হয়েছেন তাদের পাশে ।পাটা গাছি ওয়েলফেয়ার সোসাইটির সদস্য আকবর আলী মোল্লা ও নিন্দা প্রতিবাদ এর সমস্ত সদস্য জাহিদুর রহমান বাবু শেখ এছাড়াও আরও অনেকেই মুরারয় 2 নম্বর ব্লকের বিডিও সাহেব পাইকর একনম্বর পঞ্চায়েতের প্রধান তাদের পাশে রয়েছে তাদেরকে জল বিতরণ করেছেন, এছাড়াও বিভিন্ন রকম ওষুধ বিতরণ করেছেন বিএমএস নির্দেশে আসা রিপোর্টে এখন টোটাল রোগী আজকে ভর্তি হয়েছে প্রায় একশ কুড়িজন। পাইকর হালদারপাড়া আর একটি 8 বছরের মেয়ে ডায়রিয়ার কারণে মারা গেছে এবং ডাক্তারের গাফিলতি তার জন্য যথেষ্ট দায়ী।
এখান থেকে অনেক রোগী রেফার করা হয়েছে রামপুরহাট মহাকুমা হসপিটাল এবং জঙ্গিপুর মহাকুমা হসপিটাল এ।
নিন্দা ও প্রতিবাদ সংগঠনের সদস্যরা তাদের সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের দৃঢ় অঙ্গীকার পাইকরের একটিও মানুষকে বিনা চিকিৎসায় মরতে দেবেনা।
তাদের এই মহৎ প্রচেষ্টায় সমাজ উদ্বুদ্ধ হোক ।