বীরভূম জেলা জুড়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হল

 

    নিজস্ব সংবাদদাতা- আজ শুক্রবার সারা বীরভূম জেলা জুড়ে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় গুলিতে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হল।জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ছাত্র ছাত্রীদের সাথে নিয়ে বৃক্ষ রোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এদিন পাইকর থানার দাঁতুড়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও বৃক্ষ রোপনের সাথে ছাত্র-ছাত্রীদের হাতে একটি করে পেয়ারা গাছ তুলে দেন। প্রায় 350 টি মতো পেয়ারা গাছ বিলি করা হয়। এদিনের এই দাঁতুড়া প্রাথমিক বিদ্যালয়ের বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাইকর চক্রের বিদ্যালয় পরিদর্শক মেহেবুব হোসেন ।

    দাঁতুড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনসারুল হক জানান বৃক্ষহীন পরিবেশ জীবন ও জীবিকা নির্বাহের জন্য হুমকি। তাই এই সম্পদের ক্রমবর্ধমান ঘাটতি পূরণের জন্য লাগামহীন বৃক্ষনিধন বন্ধ করা দরকার। পাশাপাশি বৃক্ষরোপণ জোরদার করার প্রতি আমাদের সচেতন হওয়া উচিত। আসুন গাছ লাগাই, পরিবেশ বঁাচাই’-এ স্লোগানকে যদি আমরা মিলিতভাবে গ্রহণ করি ও কাজে লাগাই, তাহলে আমাদের বৃক্ষসম্পদ বৃদ্ধি পাবে এবং পরিবেশও সুন্দর হবে।