বীরভূমে সালবাদরা গ্রামে ফাঁকা ভাঙ্গা বাড়ি থেকে উদ্ধার হলো সদ্যজাত পুত্র শিশু

বীরভূমে সালবাদরা গ্রামে ফাঁকা ভাঙ্গা বাড়ি থেকে উদ্ধার হলো সদ্যজাত পুত্র শিশু।
আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-
বীরভূম জেলার রামপুরহাট থানার অন্তর্গত সালবাদরা গ্রামের সুলাঙ্গা ভুটকুপাড়ায় একটি ফাঁকা ভাঙ্গা বাড়ি থেকে উদ্ধার হলো সদ্যজাত পুত্র শিশু।


    এ দিন সকাল ৬ টায় এই সদ্যজাত পুত্র শিশুর কান্নার আওয়াজ শুনে গ্রামের লোকজনেরা খবর দেয় সিভিক পুলিশকে সিভিক পুলিশ গিয়ে দেখে খবর সত্য সঙ্গে সঙ্গে তারা খবর দেয় আশা কর্মী কে পরে আশা কর্মী পলিনা বেসরা একটি অ্যাম্বলেন্স এর সাহায্যে তুলে নিয়ে আসে কাষ্ঠগড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে সেখানে প্রাথমিক ভাবে শিশুটির ওজন ও চিকিৎসা করা হয়।

    শিশুটির ওজন ছিল ১ কিলো ৯০০গ্রাম । প্রাথমিক চিকিৎসার পরে রামপুরহাট মেডিকেল কলেজে রেফার করা হয় এই শিশুটিকে। এই শিশুটি কে বা কারা ফেলল এখনো সামনে না আসায় এই ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দেন রামপুর থানার পুলিশ।