বীরভূমের খয়রাশোলে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা সভা

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: আজ১৯ সেপ্টেম্বর বীরভূম জেলার খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাকক্ষে H D F C Life ব্যাঙ্কের আর্থিক সহায়তায় এবং বন্ধন হেল্থ প্রোগ্রাম, কোন্নগর এর ব্যবস্থাপনায় পুষ্টি ও স্বাস্থ্য সম্বন্ধীয় আলোচনা সভার আয়োজন করা হয়।অনুষ্ঠানে পুষ্টি সহ কম বয়সে বিয়ে, গর্ভধারণের সময় মায়েদের পুষ্টিকর খাবার খাওয়া, প্রাতিষ্ঠানিক প্রসব, নিয়মিত টিকা করন,বাচ্চাদের সঠিক যত্ন, মায়ের বুকের দুধের গুরুত্ব, খাবারের মধ্যে পুষ্টির গুনাগুন, স্যানিটেশনের সঠিক ব্যবহার করা,সহ পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ক আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন খয়রাশোল ব্লকের যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক শালিনী মহাপাত্র,বন্ধন হেল্থ প্রোগ্রাম এর সিনিয়র অফিসার সুপ্রীয় দত্ত,ফুড সেক্টর অফিসার আরিফুল হক, নিউট্রিশনিষ্ট পুজা পাল,আই সি ডি এস সুপারভাইজার তৃষ্ণা ভট্টাচার্য্য, খয়রাশোল ব্লক জন স্বাস্হ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ রজত মুখার্জী প্রমুখ। সঞ্চালনা করেন ঝুমা সাহাও জয়শ্রী মন্ডল।অনুষ্ঠানে আশা কর্মী, অঙ্গনওয়ারী কর্মী ও বন্ধন স্বাস্হ্য প্রোগ্রামের স্বাস্হ্য সহায়িকারা অংশ গ্রহন করে।