বীরভূমের রাজনগরে রানী গ্রামের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়িতে সাপের আতঙ্ক।

 

    (খান আরশাদ, রাজনগর)

    বীরভূমের রাজনগরের গাংমুড়ি জয়পুর অঞ্চলের রানীগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বুধবার খিচুড়িতে সাপের আতঙ্ক ছড়ায়। এদিন ওই কেন্দ্র থেকে প্রতিদিনের মতো আজও খিচুড়ি নিয়ে আসে শিশুরা। বাড়ীতে এনে তারা খেতেও শুরু করে। কিন্তু খেতে খেতেই কয়েকজনের খাবারের পাত্রে ছোট সাপ জাতীয় কিছু একটা পড়ে তথাকতে দেখে খাবারের পাত্রে। স্থানীয়রা জানান এটিকে তারা তেলেঙ্গা সাপ বলে থাকেন। এটি নাকি বিষাক্তও বটে। খিচুড়ির সাথে এটাও রান্না করে ফেলে ওই কেন্দ্রের কর্মী সহায়করা। ওই গ্রামের প্রায় চল্লিশ জন শিশু ওই খাবার খেয়ে ফেলে। পরে জানাজানি হলে বিষক্রিয়ায় আশঙ্কায় ওই শিশুগুলোকে রাজনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হয়। খবর পেয়ে তড়িঘড়ি উপস্থিত হন রাজনগরের বিডিও অলোক মৌলিক, রাজনগর থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি। প্রশাসনিক তৎপরতায় তাদেরকে সেখান থেকে সিউড়ি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। যদিও শিশুগুলির সে ধরনের কোনো বিষক্রিয়ার লক্ষণ তখন পর্যন্ত দেখা যায়নি। ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে যে ওই কেন্দ্রে রান্নাবান্না কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে করা হয়।