বীরভূমের লোকপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া বিজেপির

 

     

     

    খান আরশাদ, বীরভূম:

    খয়রাশোল ব্লকের লোকপুর গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হল বিজেপির।গত পঞ্চায়েত নির্বাচনে বীরভূমের কয়েকটি পঞ্চায়েত সহ বেশ কিছু সদস্য নির্বাচিত হন বিজেপির টিকিটে। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই জেলাজুড়ে চলছে নির্বাচিত পঞ্চায়েত সদস্যদের দলবদলের পালা। রামপুরহাট, দুবরাজপুর,সিউড়ী সহ বিভিন্ন ব্লক এলাকার বিজেপি পঞ্চায়েত সদস্যরা সদলবলে তৃনমূলে যোগদান করেছেন। রবিবার খয়রাশোল ব্লকের লোকপুর পঞ্চায়েতেও দেখা গেল এরকম চিত্র। বিজেপির টিকিটে নির্বাচিত লোকপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সহ এক সদস্যা এক অনুষ্ঠানের মাধ্যমে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। প্রসঙ্গত উল্লেখ্য বীরভূমের খয়রাশোল ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে একমাত্র লোকপুর পঞ্চায়েতটি বিজেপি দখল করে বোর্ড গঠন করেছিল। এই পঞ্চায়েতের মোট আসন সংখ্যা ১৪ টি। যার মধ্যে বিজেপি ৮টি, তৃণমূল ৪টি এবং নির্দল ২টি আসন পায়।যদিও ২ জন নির্দল সদস্য আগেই তৃনমূলে যোগদান করে। বিজেপি সংখ্যাগরিষ্ঠতার নিরিখে লোকপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান নির্বাচিত হন রুপা গোপ। রবিবার খয়রাশোল ব্লক তৃনমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে বিজেপি থেকে নির্বাচিত প্রধান রুপা গোপ ও সদস্যা মৌসুমী ধীবর সহ প্রায় ৪০টি পরিবার পদ্ম ফুল ছেড়ে ঘাসফুল শিবিরে যোগদান করলেন। এক অনুষ্ঠানের মাধ্যমে এইসব দলত্যাগীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন রাজ্য যুব তৃনমূল কংগ্রেসের সম্পাদক দেবব্রত সাহা।

    এছাড়াও উপস্থিত ছিলেন খয়রাশোল ব্লক তৃনমূল কোর কমিটির আহ্বায়ক শ্যামল গায়েন ও মৃনালকান্তি ঘোষ এবং সদস্য উজ্জ্বল হক কাদেরী ও কাঞ্চন দে। পাশাপাশি ছিলেন রাজ্য তৃনমূলের সাধারন সম্পাদিকা অসীমা ধীবর সহ ব্লক ও অঞ্চল নেতৃত্ব। সদ্য বিজেপি ছেড়ে তৃনমূল কংগ্রেসে যোগদানকারী লোকপুর পঞ্চায়েত প্রধান এবং সদস্যা মৌসুমী ধীবরের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে এবং এলাকার উন্নয়নের স্বার্থে তারা তৃণমূলে যোগ দিলেন । অন্যদিকে রাজ্য যুব তৃনমূলের সম্পাদক দেবব্রত সাহা বলেন – আমাদের

    একটাই নেত্রী ,একটাই নাম,মমতা বন্দ্যোপাধ্যায়।যিনি সারাদেশে শুধু লড়াই দিচ্ছেন এবং সামনে সারিতে থেকে। সেই লড়াই হচ্ছে বাংলার জন্য, বাংলার মানুষের জন্য, বাংলার উন্নয়নের জন্য। সেই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য লোকপুর পঞ্চায়েতের বিজেপির প্রধান সহ এক সদস্য তৃণমূল কংগ্রেসের যোগদান করে।
    পঞ্চায়েত প্রধান ও ওই সদস্যার তৃণমূলের যোগদানের ফলে লোকপুর গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে এল। ফলে খয়রাশোল ব্লকের একটিমাত্র দখলে থাকা গ্রাম পঞ্চায়েতটিও অবশেষে বিজেপির হাতছাড়া হল।