|
---|
রাজু আনসারী, সুতি : বিরোধীদের ঐক্যবদ্ধ জোটের কাছে সুতি-১ ব্লকে দুই পঞ্চায়েতে ধরাশায়ী তৃণমূল কংগ্রেস। তৃণমূলকে আটকাতে বোর্ড গঠনের সময় একজোট বিজেপি-কংগ্রেস- সিপি আইএম ও আরএসপি। শুক্রবার মুর্শিদাবাদের সুতি-১ ব্লকের সাদিকপুর এবং হারুয়া এই দুই পঞ্চায়েতে ধরাশায়ী হয় তৃণমূল কংগ্রেসের। এদিন সাদিকপুর গ্রাম পঞ্চায়েতে ১৬-১১ ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে হারিয়ে প্রধান নির্বাচিত হলেন আর এসপির রেসমা খাতুন। পাশাপাশি উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির আশিস দাস। অন্য দিকে হারুয়া গ্রাম পঞ্চায়েত ১৪-১২ ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদপ্রার্থীকে হারিয়ে প্রধান নির্বাচিত হলেন কংগ্রেসের রাখি রবিদাস। পাশাপাশি উপপ্রধান নির্বাচিত হয়েছেন বিজেপির জবা রানী মন্ডল।
এদিন বিডিও অফিসের আধিকারিকদের উপস্থিতিতে সাদিকপুর পঞ্চায়েত ও হারুয়া গ্রাম পঞ্চায়েতে ভোট গঠন কে কেন্দ্র করে টানটান উত্তেজনা সৃষ্টি হয়। কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয় প্রশাসনের পক্ষ থেকে।
জানা গিয়েছে, সুতি-১ ব্লকের সাদিকপুর পঞ্চায়েতে মোট আসন রয়েছে ২৭ টি। সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় ১০ টি আসন, বিজেপি ৮ টি আসন, কংগ্রেস ৬ টি আসন, সিপি আইএম ২ টি এবং
আরএসপি পায় ১ টি আসন। বিরোধীদের ঐক্যবদ্ধ জোট ১৬ এবং একজন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দিয়ে ১১ ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদ প্রার্থী কে হারিয়ে সাদিকপুর পঞ্চায়েত দখল করে বিরোধীরা।
অন্য দিকে একই ব্লকের হারুয়া গ্রাম পঞ্চায়েত মোট আসন রয়েছে ২৬ টি। সদ্য সমাপ্ত নির্বাচনে তৃণমূল কংগ্রেস পায় ১২ টি আসন, কংগ্রেস ৮ টি আসন, বামফ্রন্ট ৪ টি আসন ও বিজেপি ২টি আসন।
বিরোধীদের ঐক্যবদ্ধ জোট ১৪ -১২ ভোটের ব্যবধানে তৃণমূলের প্রধান পদ প্রার্থী কে হারিয়ে হারুয়া পঞ্চায়েত দখল করে বিরোধীরা।
শুক্রবার বোর্ড গঠনের দিনে কার্যত একজোট হয়ে যান সমস্ত বিরোধী প্রার্থী। তাতেই কার্যত ধরাশায়ী হয় তৃণমূল কংগ্রেস।