|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : মুর্শিদাবাদের জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন আকৃতি মন্ডল রক্তাল্পতার জন্য জরুরী ভিত্তিক বিরল গ্ৰুপ AB– রক্তের প্রয়োজন পড়েলে, রোগীর পরিবার বহু খোঁজাখুঁজির পরেও মেলেনি বিরল গ্ৰুপের রক্ত অবশেষে GBS নামক এক স্বেচ্ছাসেবী সংস্থাকে জানালে তাদের মধ্য দিয়ে সাগরদিঘী উইনার ওয়েল ফেয়ার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাসের সহযোগিতায় রক্তদানে এগিয়ে আসে চন্দ্রকান্ত চক্রবর্তী, সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতাল ব্লাড ব্যাংকে তার রক্তদান সম্পন্ন হয় এবং সেই রক্ত জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। এই বিরল গ্রুপের রক্তের যোগান দিতে পেরে মহানুভবতার পরিচয় দিয়েছেন সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্ট।