|
---|
উজির আলী,নতুন গতি : দেশজুড়ে চলছে লকডাউন। তবে তা চতুর্থ দফার শেষ পর্যায়ে। কর্মহীন হয়ে দিন কাটাচ্ছৃন অনেকেই। আর সেই কর্মহীনতার অনটনকে গ্রাস করতে এক অভিনব মানবিক উদ্যোগ নিল রতুয়া ১ নং পঞ্চায়েত সমিতির সদস্য তথা পঞ্চায়েত সমিতির দলনেতা শুভম সরকার। আজ ৩০ শে মে তার শুভ জন্ম বার্ষকী। তাই কেক কেটে বা সেলিব্রেট করে নয়। দুঃস্থ ক্ষুধার্থদের মাঝে খাদ্য জোগান দিয়ে জন্মদিন পালন করলেন পঞ্চায়েত সঢিতির শুভম সরকার। শনিবার সামাজিক দূরত্ব বিধি মেনে রতুয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ৭-টি গ্রামে হাজারো দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য জাতীয় দ্রব্য হিসেবে চাল,আলু ইত্যাদি বিলি করেন তিনি।এদিন ওই ত্রান বিলিতে সামিল হয়ছিলেন রতুয়া গ্রাম পঞ্চায়েতের দলনেতা সিদ্ধার্থ সাহা সহ আরো অনেকে বলে খবর।
এই মানবিক উদ্যোগকে শুভম বাবুকে কুর্নিশ জানিয়েছন গোটা রতুয়া বাসী।