|
---|
নতুন গতি নিউজ ডেস্ক,মালদা;১৩ অগাষ্ট: নিজের জন্মদিন উপলক্ষে আদিবাসী অধ্যাসুত এলাকার শিশুদের ও দুস্থদের মধ্যে খাতা কলম , নতুন বস্ত্র ও খাওয়ার বিতরণ করলেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক তথা তৃণমূলের যুব নেতা সুজয় সাহা। মালদহের বামনগোলা ব্লকের তৃণমূলের যুব নেতা তথা শিক্ষক সুজয় সাহার বৃহস্পতিবার ছিল জন্মদিন। কিন্তু তিনি পরিবার বা বন্ধুদের সাথে দিনটি আনন্দে উল্লাসে না মেতে ওই ব্লকের আদিবাসী সম্প্রদায়ের শিশু ও দুস্থ মানুষের কথা ভেবে আজেকের এই বিশেষ দিনে তিনি নানান খাদ্য সামগ্রী সহ নতুন বস্ত্র বিতরণ করলেন।
তিনি জানান যে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আদিবাসী সম্প্রদায়ের মানুষেদের কথা ভাবছেন তাদের পাশে থাকার চেষ্টা করছেন এবং তাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে কাজ গুলো করছেন তারই অনুপ্রাণিত হয়ে আজ আমি আমার জন্মদিন উপলক্ষে তাদের পাশে থাকার চেষ্টা করলাম এবং আগামী দিনে যাতে তাদের জন্য আরও কিছু করতে পারি।