|
---|
দানবীর হাজী মোহাম্মদ মহসীন এর জন্ম দিনে আলোচনা সভা ফুরফুরা শরীফে
নতুন গতি, ফুরফুরা শরীফ: ১৭৩২ খ্রীষ্টাব্দের ৩’রা জানুয়ারী দানবীর হাজী মহম্মদ মহসীন জন্মগ্রহন করেন। আজ ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্নধার পীরজাদা আব্বাস সিদ্দিকী আলকোরায়েশী সাহেব এর দরবার শরীফে দানবীর হাজী মহম্মদ মহসীনের জন্মদিবস উপলক্ষে একটি আলোচনা সভা হয়। উক্ত আলোচনা সভায় তিনি বলেন, দানবীর হাজী মুহাম্মদ মহসিন সাহেব সর্বদা গরীব, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিলেন এবং তিনি দূর্ভিক্ষের সময় ১৭৬৯ সাল থেকে ১৭৭০ সালের দলিল অনুযায়ী লঙ্গরখানা স্থাপন করেন এবং সরকারকে আর্থিক সহায়তা প্রদান করেন। ১৮০৬ সালে তৎকালীন ১লক্ষ ৫৬হাজার টাকা দিয়ে “মহসিন ফান্ড নামক” একটি তহবিল প্রতিষ্টা করেন আজ থেকে প্রায় ২১২ বছর আগে কল্পনা করুন সেই অর্থের বর্তমান মুল্য কত? এই তহবীলে ধর্মীয়কর্মকান্ড, পেনশন বৃত্তি, দাতব্যকর্মকান্ডের জন্য বরাদ্দ করে গিয়েছেন এবং হুগলী মহসিন কলেজ, ইমামবাড়া, ইমামবাড়া হাসপাতাল, হুগলী মাদ্রাসা সহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠান উক্ত সব তাঁর অর্থানকুল্যে তৈরি। ১৮১২ সালে এই মহান, ত্যাগী, দানবীর হাজী মহম্মদ মহসীন মৃত্যুবরন করেন।
দূঃখের বিষয় একজন জ্ঞানী, সর্বত্যাগী, দানবীর মহান ব্যক্তির মূল্যায়ন প্রকৃতপক্ষে হয়নি।
পীরজাদা আব্বাস সিদ্দিকী আল কোরায়েশি সাহেব দানবীর হাজী মুহাম্মদ মহসীন সাহেবের জন্য দোওয়া করেন এবং দূঃখের সঙ্গে বলেন তাঁর স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠান হুগলী মাদ্রাসার পঠনপাঠনের সমস্যার জন্য। তিনি গত বছরে আন্দোলন করেছিলেন বহু মনীষির স্মৃতি বিজড়িত এই মাদ্রাসা ও ঐতিহ্যশালী মসজিদকে পূনঃরায় পুর্বের গৌরবময় দিনে ফিরিয়ে দেওয়ার জন্য তৎকালীন সময়ে তিনি ডি. এম অফিসে ডেপুটেশন দিয়েছিলেন যাহাতে মাদ্রাসায় পঠন-পাঠন শুরু হয়। তিনি আরও জানান যে গতকাল ২/১/২০২০ তারিখে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সহঃসম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দীকি আলকোরায়েশি সাহেব গিয়েছিলেন হুগলী মাদ্রাসা পরিদর্শনে এবং সেখানে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ সাফাকত হোসেন সাহেবের সঙ্গে আলোচনা করেন সেই আলোচনায় প্রধান শিক্ষক বলেন ২০২০ সাল থেকে পঞ্চম থেকে নবম শ্রেনী পর্যন্ত ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে।
সর্বশেষে সংগঠনের কর্নধার
পীরজাদা আব্বাস সিদ্দিকী আলকোরায়েশী সাহেব রাজ্য সরকারকে মাদ্রাসার মর্যাদাকে বহাল রাখার জন্য ধন্যবাদ জানান এবং আগামীদিনে যাহাতে উচ্চ মাধ্যমিক স্তর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা চালু করা যায় তাঁর জন্য আবেদন করেন ও তিনি বলেন আমরা ছাত্র থেকে শুরু সর্বরকম সাহায্য করতে প্রস্তুত দাদা হুজুর পীর কেবলা(রহ:) এঁর স্মৃতি বিজড়িত মাদ্রাসাকে পূনরায় পুরানো গৌরব প্রতিষ্ঠিত করতে ।