বিপ্লবী বিমল দাশগুপ্তর জন্মদিন পালন

 

     

     

    নিজস্ব প্রতিবেদক: শ্রদ্ধার সঙ্গে পালিত হলো ভারতের স্বাধীনতা আন্দোলনের আপোষহীন ধারার বীর বিপ্লবী মেদিনীপুরের বীর সন্তান বিমল দাশগুপ্তের জন্মদিন। বৃহস্পতিবার বিমল দাশগুপ্তর ১১২ তম জন্মদিনটি শ্রদ্ধার সঙ্গে পালিত হলো অবিভক্ত মেদিনীপুরের ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে। এদিন সকালে মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর টাউন আঞ্চলিক ইউনিটের পক্ষ থেকে কোভিড বিধি মেনে মেদিনীপুর কলেল-কলেজিয়েট স্কুলের সম্মুখে অবস্থিত বিমল দাশগুপ্তের পূর্ণাবয়ব মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধার্ঘ‍্য অর্পণ করেন আঞ্চলিক ইউনিটের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য অনাদি কুমার জানা, ইউনিটের দুই সহকারী সম্পাদক অমিতাভ দাশ ও অধ্যাপক ডঃ সুশান্ত দে, সংগঠনের কার্যনির্বাহী সমিতির দুই শিক্ষক সদস্য সমাজকর্মী সুদীপ কুমার খাঁড়া ও বিশ্বজিৎ সাহু প্রমুখ।