সেনা জওয়ানদের শরিরে রক্তদিয়ে পালন হল জন্মদিন

বাবলু হাসান লস্কর : অতিমারির প্রকোপ থেকে মানুষ ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টা করছে। তাসত্ত্বেও এখনো হাসপাতাল গুলোতে রক্তের প্রাদুর্ভাব রয়েগেছে। এমন এক পরিস্থিতিতে কলকাতার বিশিষ্ট সমাজকর্মী মোঃ ওয়াসিম এর কন্যা ওয়াসিয়া পারভীনের সপ্তম তম জন্মদিন উপলক্ষে অভিনব পরিকল্পনা করেন। তিনি ভারতীয় বীর সেনানীদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং চিকিৎসাধীন সেনাদের রক্তের চাহিদা মেটাতে ২০ই নভেম্বর শনিবার কলকাতা আলিপুর, ” কমান্ডো হাসপাতালে ” স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন। সহযোগিতার হাত বাড়িয়ে দেয়, ‘ টিম একালব্য ‘ সৌরিশ দে ( ডায়মন্ডহারবার ) এবং ‘ বিষ্ণুপুর আমরা করব জয় ‘ মুজিবর কাজী ( বিষ্ণুপুর ), মানবাধিকার কমিশনের সদস্য ইসলাম সামসুর এর মত বেশ কিছু স্বেচ্ছাসেবী সংগঠন। রক্তদান শিবিরে বনসৃজন এর বার্তা দিতে কমান্ডো হসপিটাল – এর ব্লাড ব্যাংকে সুন্দরবনের সুন্দরী গাছের চারা তুলে দেন পরিবেশ সৈনিক শুভ্রদীপ বৈদ্য।

    ঐ দিন দঃ ২৪ পরগনা রক্তদান আন্দোলনের পথিকৃৎ রক্তযোদ্ধা লাল্টু মিদ্যা-র আহব্বানে সাড়া দিয়ে রক্তদানে হাজির হয়েছিলেন, বেশকিছু সমাজকর্মী থেকে শুরু করে পরিবেশ কর্মী ও সাধারণ মানুষ। তারা সবাই ওয়াসিয়া পারভীনের জন্মদিনে রক্তদান করে ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা জানায়।