বিশ্ব আদিবাসী দিবস উদযাপন বীরভূমের খয়রাশোলে

 

    সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম: বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের পাশাপাশি আজ ৯ ই আগস্ট জেলা পুলিশের উদ্যোগে ও খয়রাশোল থানার ব্যবস্থাপনায় খয়রাশোল ব্লকের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় বিশ্ব আদিবাসী দিবস উদযাপন। খয়রাশোল থানা এলাকার আদিবাসী অধ্যুষিত গ্রাম থেকে স্কুল পড়ুয়া কচিকাঁচা সহ সমস্ত স্তরের আদিবাসী সম্প্রদায়ের মানুষ অংশগ্রহণ করে।সভার শুরুতে পন্ডিত রবিনাথ মুর্মু,সিধু,কানু,বীরষা মুন্ডা ও তিলকা মাঝির মতো স্মরনীয় ব্যক্তিদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর আদিবাসী সম্প্রদায়ের সেই ধামসা মাদলের তালে তালে বিভিন্ন ধরনের নাচ গান ইত্যাদির মাধ্যমে দিনটি মহা ধুমধামের সহিত পালন করা হয়। উল্লেখ্য ১৯৯৫ সালের ৯ ই আগস্ট জাতিসংঘ দিনটিকে বিশ্ব আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে,তখন থেকে দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে। এদিন মঙ্চে উপস্থিত ছিলেন ডিএসপি হেডকোয়ার্টার কশিনাথ মিস্ত্রি, সিআরপিএফ কমান্ডার দশরথ সিং, খয়রাশোল থানার ওসি সঞ্জয় শ্রীবাস্তব,প,স, সভাপতি শ্যামল গায়েন, যুগ্ম বিডিও শালিনী মহাপাত্র, শিক্ষক সুকুমার সরেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিজিৎ হাজরা।আট থেকে আশি সকল বয়সের অংশগ্রহণে অনুষ্ঠান এক অন্যমাত্রা রূপ নেয়।