বিশুদ্ধ পানীয় জল পান না করায় বাড়ছে ডাইরিয়া

 

    বাবলু হাসান লস্কর,  নতুন গতি, দক্ষিণ চব্বিশ পরগনা:এই মুহূর্তে গাঙ্গেয় সুন্দরবন এলাকায় বিশুদ্ধ পানীয় জন ঠিক মতো না পাওয়ায় , অল্প লেয়ারের স্যালোর জল পান করায় বাড়ছে ডায়রিয়া সহ জল বাহিত রোগ । কোথাও বা কাছা কাছি টিউবওয়েল খারাপ হয়ে যাওয়ায় একটু দূর থেকে পানীয় জল না এনে নিকট বর্তী স্যালো থেকে জল এনে তা না ফুটিয়ে খাচ্ছেন। এর ফলে এই মুহূর্তে বেড়ে চলেছে ডায়রিয়া সহ অন্যান্য রুগির সংখ্যা । বিশুদ্ধ পানীয় জল পানে মুহূর্তে কমতে পারে এলাকা বাসীর ডায়রিয়া সহ আন্ত্রিকের প্রকোপ। এই মুহূর্তে সুন্দরবন এলাকা গুলি বিভিন্ন প্রান্তে জলের সমস্যা থাকায় ডায়রিয়ার প্রকোপ বেশি দেখা মেলায়। বিশেষ করে এই মুহূর্তে বিশুদ্ধ পানীয় জল পান করলে এই রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায়। এবং এক লিটার জলে এক পাতা ওয়ারেস পাউডার মিশিয়ে পান করলে এই মুহূর্তে এই সমস্ত রোগের প্রাদুর্ভাব কমবে এমনই জানিয়েছেন ডাক্তার বাবুরা । যে সমস্ত পরিবার বিশুদ্ধ পানীয় জল কিনে খান তাদের এই রোগের প্রাদুর্ভাব দেখা মেলা ভার । জল ফুটিয়ে ঠান্ডা করে খান । বিশেষ করে ঢেকে রেখে দিতে পারেন কয়েক ঘণ্টা পরে সেই জল পান করুন । প্রতিটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এই মুহূর্তে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা মেলায় চিন্তিত এলাকা বাসী ।।