|
---|
দক্ষিণ ২৪ পরগনা,নুরউদ্দিন : বিষধর সাপের ছোবলে প্রাণ গেল এক মহিলারা, ঘটনায় শোকের ছায়া পরিবারের।ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলী ৬ নম্বর শরৎপল্লী নলগড়া এলাকায়,জানা যায় সোমবার বিকালে গবাদি পশুর খাওয়ানোর জন্য বাড়ির পাশে মাঠে ঘাস কাটতে গিয়েছিলেন আনুমানিক ৪০ বছরের মহিলা রঞ্জিতা তুংগা,আর সেই সময় বিষধর সাপ ছোবল মারে।বিষধর সাপ ছোবল মারতে তড়িঘড়ি ওই মহিলা নিজের কাজ ফেলে মাঠ থেকে বাড়িতে চলে আসে, তারপর বাড়ির লোককে ডাকাডাকি করার পরে বাড়ির মধ্যে অসুস্থ হয়ে পড়ে ওই মহিলা।যখনই মহিলা অসুস্থ হয়ে পড়ে তখনই পাশের গ্রাম থেকে ডাকা হয় ওঝাকে।প্রায় কিছুক্ষণ ওঝা ঝাড়ফুঁক করে মহিলাকে,তার পরেও সুস্থ হয়নি রঞ্জিতা তুংগা।ওঝাকে দিয়ে সাপের বিষ তোলা এমনই কুসংস্কার চলে আসছে গ্রামবাংলায়। ৪০ বছরের মহিলা রঞ্জিতা তুংগাকে প্রায় কিছুক্ষণ ওঝার কাছে ঝাড় ফুক করানোর পরে যখনই অনেকটা অসুস্থ হয়ে পড়ে তারপর তাকে রাতে নিয়ে আসা হয় রায়দিঘি গ্রামীণ হাসপাতালে। ততক্ষণে নীল আকৃতি হয়ে যায় রঞ্জিতা তুংগার সারা শরীর এবং মৃত্যুর কোলে ঢলে পড়ে সে।হাসপাতালে নিয়ে যাওয়ার পরে ডাক্তার রঞ্জিতা তুঙ্গার মৃত বলে ঘোষণা করে। তখনি শোকের ছায়া নেমে আসে পরিবারে, মঙ্গলবার দিন বেলা ১১ টা নাগাদ মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য ডায়মন্ড হারবার পুলিশ মর্গে পাঠায় রায়দিঘি থানার পুলিশ।