ধুপগুড়ির গ্রামে বাইসনের তাণ্ডবে চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতা: ধুপগুড়িতে বাইসনের তান্ডব আহত ১ গ্রামবাসী। মঙ্গলবার সকালে ধুপগুড়ি ব্লকের টুকলিমারি এলাকায় তান্ডব দেখায় একটি বাইসন। স্থানীয় গ্রামবাসীরা খবর দেন পুলিশ প্রশাসন ও বনদপ্তরকে। বাইসনের তাণ্ডবে আহত হয় এক গ্রামবাসী।

     

     

    কৃষকরা জমিতে চাষ করার সময় বাইসনটিকে দেখতে পান, তারা প্রথমে মোষ ভেবেছিলেন। এরপর বিষয়টি বুঝতে পারার সাথে সাথে বনদপ্তরকে খবর দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বনদপ্তরের কর্মীরা, তারা বাইসনটিকে ঘুমপাড়ানি গুলি দিয়ে কাবু করে। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়ায়।