বিশ্ব কবির প্রয়াণ দিবস পালিত হলো হাওড়ার বাগনানে।

লুতুব আলি, নতুন গতি : বিশ্ব কবির প্রয়াণ দিবস পালিত হলো হাওড়ার বাগনানে। রাজ্যের অগ্রজ্য স্বেচ্ছাসেবী সংস্থা স্বজনের উদ্যোগে হাওড়ার বাগনানে ভাবো গম্ভীর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৩ তম প্রয়াণ দিবস পালিত হলো। অনুষ্ঠানের প্রারম্ভে স্বাগত ভাষণ দেন স্বজনের সম্পাদক চন্দ্রনাথ বসু। বিশ্বকবি প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন বর্ষীয়ান কবি প্রণবেন্দু বিশ্বাস, বিশিষ্ট সাহিত্যিক হেমন্ত রায়, সংগীতশিল্পী মধুসূদন বাগ, স্বাধীনতা সংগ্রামীর বংশধর প্রসুন মিত্র, সাংবাদিক সন্দীপ ঘোষ, পঞ্চায়েত সদস্য নবাব মল্লিক, সদস্যা ঝিন্দন প্রধান, কবি ও পরিবেশকর্মী রবীন্দ্রনাথ দাস, কবি জগবন্ধু ঘোষ, সংগঠনের সদস্যা পৌলভি মিশ্র প্রমুখ। চন্দ্রনাথ বসু বলেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কেবল লেখনীর মাধ্যমে থেমে থাকেননি, নারী প্রগতি, নারী স্বাধীনতা, পল্লীগঠন ও কৃষি উন্নয়নের ব্যাপারে প্রভূত উন্নতি সাধন করেছিলেন। দেশের মধ্যে শ্রীনিকেতন কৃষির মডেল হিসেবে পরিগণিত। অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের বর্ণময় জীবনের দিকগুলি নিয়ে বক্তারা আলোকপাত করেন। অনুষ্ঠানের বিশিষ্ট রবীন্দ্র প্রেমী কবি শান্তনু করাতিকে গীতাঞ্জলি বই দিয়ে সম্মাননা প্রদান করা হয়