বিশ্ব মাদক বিরোধী দিবস পালন মেমারিতে

নূর আহমেদ,মেমারি : ২৬ জুন ২০২৪ : ধূমপান হোক অথবা মদ্যপান, গাঁজা কিংবা ড্রাগ, এই সমস্ত মাদকদ্রব্যের নেশায় আসক্ত হয়ে জীবন শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার তরুণ তরুণীর। এই মাদকদ্রব্য যে জীবনের কতখানি ক্ষতি করে দেয়, সেই সচেতনতা সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্য নিয়েই প্রতি বছর পালন করা হয় বিশ্ব মাদক বিরোধী দিবস। পূর্ব বর্ধমান জেলা পুলিশ ও মেমারি থানার উদ্যোগে বুধবার মেমারি কলেজে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস পালন করা হয়ষ উপস্থিত ছিলেন কলেজের, অধ‍্যক্ষ, দেবাশীষ চক্রবর্তী, সিআই বিশ্বজিৎ মন্ডল, ওসি দেবাশীষ নাগ , মেজবাবু, বিশ্বনাথ দাস, ডা: অভয় সামন্ত, জয়েন্ট বিডিও অনন্যা বেড়া. ওসি আবগারি, মোজাম্মেল হক, ডা: এস মন্ডল , ডা: মনোহর আলী সহ অন্যান্যরা।উপস্থিত সকল কলেজ ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে সচেতনতা মূলক বক্তব্য রাখেন। মেমারি থানার ওসি দেবাশীষ নাগ বলেন, মাদক পাচারে জড়িয়ে পড়ছে স্কুল-কলেজের পড়ুয়ারা। এতে বেশ উদ্বিগ্ন পুলিশ-প্রশাসন । মাদক পাচারের সঙ্গে যাতে স্কুল-কলেজের পড়ুয়ারা কোনোভাবেই জড়িয়ে না পড়ে তার জন্য এবার বিশেষ পদক্ষেপ করা হবে বলে জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। মাদক সেবন করা কতটা ক্ষতিকারক হতে পারে একজন ব্যক্তির জীবনের জন্য, এই সচেতনতা ছড়িয়ে দিতে এই সেমিনারের আয়োজন করা হয়। সম্গ্র অনুষ্টানটি পরিচালনা করেন মেমারি কলেজে অধ্যাপক অভিলাস দে।