|
---|
রহমতুল্লাহ, সাগরদিঘী : ১থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সেবনের সপ্তাহ পালন কে সামনে রেখে সাগরদিঘী বসুমতি ইনস্টিটিউট অ্যান্ড নার্সিং কলেজের ছাত্রীরা একাধিক কর্মসূচি হাতে নিলো সোমবার। শিশুকে বুকের দুধ খাওয়ানোর উৎসাহ দিতে এবং শিশুদের স্বাস্থ্যের উন্নতি ঘটাতে একাধিক স্লোগানের মধ্য দিয়ে সাগরদিঘী বাস স্ট্যান্ড থেকে সাগরদিঘী রেল স্টেশন পর্যন্ত একটি বিশেষ র্যালি হয় এবং সেই র্যালিতে নার্সিং ছাত্রীরা স্লোগান দেয় “শিশুকে মায়ের প্রথম দান জন্মের পর স্তন্যপান”। র্যালী শেষে সাগরদিঘী বাস স্ট্যান্ড মোড়ে এবং সাগরদিঘী সুপারস্পেস্যালিটি হাসপাতালে নাটিকের মধ্য দিয়ে সমাজকে সচেতন করেন, এছাড়াও সাগরদিঘী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি মায়েদের ফল বিতরণ করা হয়। নার্সিং ছাত্র-ছাত্রীদের সঙ্গে এদিনের র্যালিতে পা মেলান বিশিষ্ট অভিনেতা রবিন দত্ত, নার্সিং কলেজের প্রিন্সিপাল পিংকি দাস প্ৰমুখ।