বিশ্ব নবী দিবস উপলক্ষে জলসা মেমারিতে

নূর আহমেদ : মেমারি ১৬ সেপ্টেম্বর। বিশ্ব নবী দিবস উপলক্ষ্যে হজরত মহম্মদ এর জীবনী পর্যালোচনা বিরাট ইসলামিক জলসা মেমারি বামুনপাড়া মোড়ে। নবীর জীবনী ও তার আদর্শ নিয়ে বক্তারা বক্তব্য রাখেন। উপস্থিত ছিলেন আলিয়া ইউনিভার্সিটির অধ্যাপক ড. মৌলানা হাজিবুদ্দিন, জামিয়া ইসলামিয়ার সম্পাদক ক্বারি সামসুদ্দিন, সাহারানপুর উত্তরপ্রদেশ থেকে মৌলানা আজাদুর রহমান, বাহাদুরপুর মাদ্রাসার প্রধান শিক্ষক হজরত মওলানা নুর আলম সহ অন্যান্যরা।