বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বর্ধমানের বিদ্যালয় আলোচনা।

লুতুব আলি, বর্ধমান, নতুন গতি : বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে বর্ধমানের বিদ্যালয় আলোচনা। ২৮ জুলাই বিশ্ব হেপাটাইটিস দিবস। এই উপলক্ষে ২৬ জুলাই বর্ধমান সদর প্যায়ারা nutrition ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে বর্ধমান শহরের লাকুড্ডি বিদ্যামন্দির স্কুলে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই আলোচনা সভায় যকৃতের সুস্থতা ও হেপাটাইটিস নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করেন। সমুদ্র আলোচনা অডিও ভিউসুয়াল এর মাধ্যমে করা হয়। লিভারের গঠন ও কাজ নিয়ে বলেন পুষ্টি বিশেষজ্ঞ সুদীপ মণ্ডল, পথ্য বিশারদ ও অতিথি শিক্ষিকা নার্গিস লায়েক বলেন, লিভারের রোগ ও ডায়েট সম্পর্কে এবং লিভারের সুস্থতায় যোগের ভূমিকা নিয়ে আলোকপাত করেন যোগ বিশেষজ্ঞ দিশা রক্ষিত। এদিনের আলোচিত বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ কম্পিটিশন ও পুরস্কার বিতরণ করা হয় সংস্থার পক্ষ থেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পাপড়ি সাহা এদিনের অনুষ্ঠানের ভুয়সী প্রশংসা করেন। বিদ্যালয়ের সহকারি শিক্ষক উদয় শংকর অধিকারী বলেন, এমন অনুষ্ঠান সব বিদ্যালয় করা উচিত। এ বছরের বিশ্ব হেপাটাইটিস দিবসের থিম হল, ইটস টাইম ফর একশন এ সম্পর্কে সংস্থার সম্পাদক বিস্তারিতভাবে আলোকপাত করেন। এবছরের নিম অনুযায়ী হেপাটাইটিস বি এবং হেপাটাইটিসি নিয়ে সচেতন হওয়া উচিত এবং যথাযথ টিকা করনের মাধ্যমে আগামী বিশ্বকে হেপাটাইটিসের হাত থেকে সুরক্ষিত রাখার ব্যাপারেও অবহিত করা হয়। এদিনের অনুষ্ঠানে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন জয়ী সাহা, মনীষা মন্ডল, ইতি পোড়েল, লক্ষণ দাস প্রমুখ। বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি সি পি সি এর সভাপতি আলহাজি কে এম জি মইনুদ্দিন। সংস্থার মিডিয়া অফিসার অঙ্কিতা সাম বলেন, এদিনের অনুষ্ঠানটি আক্ষরিক অর্থে সফলতা লাভ করে।