বিশ্ব প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন দিবস পালিত হল সিঙ্গুরে

সেখ আব্দুল আজিম, সিঙ্গুর : বিশ্ব প্লাস্টিক ক্যারিব্যাগ বর্জন দিবস” পালিত হল হুগলির সিঙ্গুরে। প্লাস্টিকের ব্যাগ বর্জনের বার্তা নিয়ে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দিতে সিঙ্গুর ব্লকের বিডিও সৌভিক ঘোষাল এর উদ্যোগে এক শোভাযাত্রা বের হয় সিঙ্গুর মহামায়া স্কুল থেকে সিঙ্গুর বিডিও অফিস পর্যন্ত যায়। হাতে প্লাকার্ড নিয়ে শোভাযাত্রায় স্কুলের পড়ুয়ারা অংশগ্রহণ করে। শোভাযাত্রা থেকে পথচলতি মানুষজন দের হাতে কাপড়ের তৈরি ব্যাগ তুলে দেওয়া হয়। সিঙ্গুরের বিডিও সৌভিক ঘোষাল বলেন, আগামীদিনে দেড় লক্ষ কাপড়ের ব্যাগ তৈরি করা হবে। তারমধ্যে সিঙ্গুর ব্লকের ৭০হাজার মানুষের হাতে কাপড়ের তৈরি ব্যাগ তুলে দেওয়া হবে। ব্লকের স্বনির্ভর গোষ্ঠীর প্রত্যেক মহিলা সদস্য পাঁচটি করে ব্যাগ তৈরি করবে সম্পূর্ণ বিনামূল্যে। এই উদ্যোগের মাধ্যমে মানুষকে প্লাস্টিকের ব্যাগ বর্জন করে কাপড়ের ব্যাগ ব্যাবহার করার সচেতন বার্তা দেওয়াই মূল উদ্দেশ্য। লক্ষ্য একটাই পরিবেশ কে পরিছন্ন রাখা। বক্তব্য সৌভিক ঘোষাল- বিডিও, সিঙ্গুর শেখ মাবুদ আলী পরিবেশকর্মী বলেন বছরে এক আধদিন প্লাস্টিকের কথা বলে কোন লাভ হবে না আমাদের প্রত্যেককে প্লাস্টিক বর্জন করতে হবে। সাথে সাথে রাজ্য এবং কেন্দ্র সরকারকে নিশানা করেন তিনি প্লাস্টিক কারখানা গুলোকে বন্ধ করার দাবি জানান সাথে সাথে বিকল্প ব্যবস্থা করার জন্য সরকারকে অনুরোধ করেন প্লাস্টিক আমাদের নিত্যদিনের ছায়া সঙ্গী হয়ে দাঁড়িয়েছে আগে বিভিন্ন সময়ে আমরা দেখেছি খবরের কাগজের ঠোয়াই মুদিখানা দ্রব্য সমস্ত মালপত্র দেওয়া হত এখন সে ক্ষেত্রে বিকল্প হিসেবে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে। আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে পরিবেশকে সংশোধন করতে প্লাস্টিক বর্জন করুন।